top of page
Writer's pictureSABDOSANKO

তীর্থঙ্কর সোম



ড্যান্স মাকাব্রে


বারুদের গন্ধের সাথে মিশে গেছে তোমার ঘ্রাণ।

রক্তিম লাল লাবণ্য মাখা নৃত্যকলা তোমার

মঞ্চের উপর অন্ধকারে লাল হয়ে আছে আজও।


তোমার গলা বেয়ে চুয়ে পড়া লবণাক্ত বিনিদ্র ঘাম

আর কোমরের দোলায় স্কার্টের উলঙ্গ শেষ প্রান্ত

উড়েছে শূন্যে ঘুম ভাঙ্গা পায়রার পলায়নের মত!



হাত বাড়িয়ে ধরতে এসেছে শত শত বেয়নেটের সারি -

                                                             তখন তোমায়।

তার ঠিক পিছনে তাক করে সাজানো অজস্র বন্ধুকের নল,

তাতে ইস্পাতের সাথে মিশে আছে বারুদ - মিশকালো।



তোমার মত সফেদ পায়রার দেখা মেলে আরো অনেক

এখানে সেখানে ছড়িয়ে থাকা অন্ধকার বাগানের অন্তরালে।

যাদের আছে বন্দুক আর বেয়নেট, তাদের আছে অনুমতি

তোমাদের পালক ছিঁড়ে আকাশে ওড়ানোর আর "হাঁ" করে দেখার -

যেন স্বর্গ কিংবা নরক থেকে নেমে পড়ছে ভয়ার্ত পরির দল

ফাঁকা মঞ্চের উপর রক্তাক্ত "ড্যান্স মাকাব্রে" নাচবে বলে!

Recent Posts

See All

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Sep 17
Rated 5 out of 5 stars.

থিম টা খুব ভালো সিলেক্ট হয়েছে। আনকমন।

Like

Guest
Sep 17
Rated 5 out of 5 stars.

বেশ ভালো লাগলো

Like
bottom of page