top of page
Writer's pictureSABDOSANKO

শ্বেতা চট্টোপাধ্যায়



মধ্যরাতের কাব্য


তিনদিন হল জ্বর ছেড়েছে আমার

মুখে বিস্বাদ, অশক্ত শরীরে নানান দুর্বলতা,

এ সময় গোলাপি বিকেল মনে পড়ে খুব,

মনে হয়, প্রেম আসলে বোকা মানুষের বিলাসিতা।

এখন মাঝে মধ্যেই প্রেসার ফল করে,

রাতে ঘুমের ঘোরে অবাধ্য স্বপ্নের আনাগোনা,

আমি তাদের আস্কারা দিই, ঘুমের ওষুধ ;

ভেবেছি,এবার থেকে আর কোনো দুঃখ রাখব না ।

যায় পুড়ে যাক যত্নে বোনা পশমিনা শাল,

এসবের শেষ দেখাটাও খুব জরুরি,

মাঝপথ থেকেই কেমন হারিয়ে গেছি দেখো,

তুমি রাখো নি খোঁজ, আমিও কি কম অহঙ্কারী ?

তবুও একে একে কাটিয়ে উঠছি সব ক্ষত

বিশল্যকরণী,খুঁজে নিয়েছি নিজের মত করে,

আমার বিজন ঘরে মাঝআকাশে  কোজাগরী'র চাঁদ

সেও তো ভালবেসেই সুর্য তাপে পোড়ে।

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page