top of page
Writer's pictureSABDOSANKO

সুতপা ব্যানার্জী (রায়)



একবুক আগুন


লাশের ব্যবসায়ে উদ্যত উদ্ধত যে ফণা,

ধরল তা ঐ খড়দহের সত্যি ডাক্তার একজনা,

ওষুধেও বিস্তর গরমিল,আবর্জনা তাও,

কাঁড়ি কাঁড়ি কালো টাকায় ওহে, কী সুখ পাও?

চোখে চোখ রেখে ধমক রুখে হায়!রক্তস্নাত,

অমর তিলোত্তমা,চিরস্তব্ধ সেই সে রাতও,

নাড়ি ছেঁড়া কন্যা নিয়ে করে লুকোচুরি,

কর্মক্ষেত্র হল যেন ওর খোদ শত্রুপুরী,

লুকিয়ে সে শব যায় দ্রুত ঐ শশ্মানের পানে,

মৃত্যু দিয়ে অভয়া জনপ্রতিরোধ আনে,

ওর লড়াইয়ে সামিল এখন লক্ষ তিলোত্তমা,

দোষীর শাস্তির জন্য হল শত ক্রোধ জমা,

সমাজশুদ্ধির জন্য আজ পথে জাগে জনগণ,

কলুষমুক্ত হোক সব গ্রাম,নগর ও ব্যক্তি জীবন,

তরুণ ডাক্তার সবে ঐ ভেজে ভীষণ বর্ষণে,

আঁকড়ে জমি ওরা যে বিচার চায় মনেপ্রাণে,

সাথে ঐ মিশে আছে আবালবৃদ্ধবনিতা,

শোকের অশৌচ পালে ওরা ভুলে লৌকিকতা,

শিরদাঁড়ার মেরামতি ম্যারাপে চলছে জোরসে,

বুকের জমা আগুন নিয়ে ছাত্ররা যায় ভেসে।

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page