প্রেমের দ্রোহ
তোমার আমার ভালোবাসা হোক এক জ্বলন্ত মিছিলে
প্রতিবাদে, ক্ষোভে-বিক্ষোভের আতুরঘরে —
যারা সাধারণী হয়েও স্লোগান তোলে...
তাদেরই মধ্যে এখনও কেউ টাটকা গোলাপ ধরে।
চেয়ে দেখো এ ফুল বাসী হয়ে যায়নি একদম
ফুল যে ভালোবাসা বোঝে রাজনীতি বোঝেনা তোমার জন্যেই।
তারা লড়াই করে রক্ত-মাংসের বিচার যেন হয়...
এটা ভেবে তারা পা মেলায় একই সাথে মিছিলে।
ব্যানারে, ফেস্টুনে তাদের মুখগুলো চেনা যায় না,
রোদে পুড়ে ও তারা একে অপরের প্রেম সত্ত্বায় জাগ্রত!
প্রেম আসুক না এভাবেও কোন নিয়ম না মেনে
হাতে পতাকা, মুখে স্লোগান ভেসে যাক চিৎকার সাজে।
প্রেমিক দেখায় প্রেমিকাকে এটাই আমার উন্মুক্ত রাজপথ —
প্রেমের অন্ধ গলি ছেড়ে বেরিয়ে মিশে যাই রাজপথে দুজনায়...।
Bình luận