সবটা তোমার জন্য
আবেগ ভাঙ্গা বৃষ্টি নেমেছে
চোখে রাতের অগ্নিকাণ্ড -
দাবদাহ ঘেরা কুয়াশা পরশ
এ সবই তোমার জন্য..
আবার ক্ষত ভরা শ্রাবণ এসেছে
বুকে বৃষ্টি মেঘারণ্য -
চলতে গিয়েও থমকে যাচ্ছি
এ সবই তোমার জন্য..
অতীতমহল ক্লান্ত খুবই
স্মৃতির শহর কাঁদছে !
কাশফুল ঐ আকাশপথে
দ্যাখো আলোর সীমা আঁকছে..
মন-শরীরের খবর রাখো
লেখো অসম্ভবের স্বপ্ন,
জানি এগুলো আমারই ভ্রম -
তবু সবটা তোমারই জন্য..
সত্য মিথ্যে যাই ভাবো,
এ সবই তোমার জন্য..
Comments