অন্তরালে
বলেছিলে তুমি বদলে যাবে না
সেই তুমি ও অভিযোজনে গা ভাসালে,
চেনা মানুষ অচেনা হয়েছে আজ
চাইলেও পাইনা তোমায় নাগালে।
কতদিন প্রত্যক্ষ করিনা তাকে
অন্তরে যার নিত্য আসা যাওয়া,
ভিড়ের মাঝেও খুঁজি সেই চেনা চোখ দুটো
জানি যার দেখা হয়তো কখনো যাবে না পাওয়া।
তুমি বলবে জানোই যখন কখনো পাবেনা
তবু হয়তো লিখে পাঠক মনে বিভ্রান্তি কেনো রাখছো?
ভবিষ্যতে অদৃষ্ট কি লিখেছেন
তা কি তুমি এখনই জানতে পারছো?
আমার পাঠকরা আশাতেই থাক
স্বপ্ন সাজাক নতুন ভোরে,
প্রত্যাখ্যান পেলেও আবার ভালোবাসুক
বাঁচুক তারাও নতুন করে।
এই বিরহের গল্পটা আমাদেরই থাক না
প্রেমীরা সবাই ভালোবাসার গন্তব্য খুঁজে পাক,
মনে মনে জেনো তুমিও পেয়েছো আমায়
বিরহের আড়ালে আমার ভালোবাসা এভাবেই থেকে যাক।।
コメント