ফিরে এসো তিলোত্তমা
একটা বিভৎস মৃত্যু মানুষ হাঁটতে শিখল
শহর গ্রাম ছাড়িয়ে বিদেশেও হাঁটছে
হেঁটেই চলছে হেঁটেই চলছে
একটা বিভৎস মৃত্যু মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখল;
একদম গাছের মতো
এতটা সোজা হয়ে মানুষকে আগে কখনো দাঁড়াতে দেখিনি
একটা বিভৎস মৃত্যু মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখলো
একটা বিভৎস মৃত্যু মানুষ রাত দখল করতে শিখলো;
যা আগে কখনো করেনি
একটা বিভৎস মৃত্যু মানুষ পরকে আপন করে কাঁদতে শিখলো
একটা বিভৎস মৃত্যু মাথা উঁচু করে বিচার চাইতে শিখলো
দ্বিধা সঙ্কোচ ভয়ের জট ছাড়িয়ে
"বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহপরাণি।
তথা শরীরাণি বিহায় জীর্ণান্য- ন্যানি সংযাতি নবানি দেহী।।"
ফিরে এসো তিলোত্তমা, ফিরে এসো, এই বাংলায় আবার;
এই সংগ্রামের আগুন বুকে নিয়ে মানুষ মানুষ কাঁদছে
......অপেক্ষায় আছে তোমার
Comments