top of page
Writer's pictureSABDOSANKO

অর্ক ব্যানার্জী 



পথ


পথ চিনতে নয়

পথকে সোজা করতে পথে নামতে হবে

যে রাস্তাটা চলে গেছে অন্ধকারের কারখানায়

তাকে আলোয় আনতে

পথে নামতে হবে ।

পথের মধ্যে থাকা -

গর্ত ,নোংরা -আবর্জনা

পরিষ্কার করতে পথে নামতে হবে ।

ভুল পথে চলে যাওয়া ওই উদভ্রান্ত পথিককে

সঠিক রাস্তা দেখানোর জন্য

পথে নামতে হবে ।

যারা রাস্তা দখল করে 

একনায়কতন্ত্রের ধ্বজা নিয়ে বসে থাকে,

আর সমাজের অলিতে গলিতে

ছড়িয়ে দেয় বিষবাষ্প -

তাদের ধ্বংস করার জন্য

পথে নামতে হবে ।

বুঝিয়ে দিতে হবে -

রাস্তা কারও একার নয় ।

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page